Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
বিস্তারিত

বই পড়ি                                                    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বদেশ গড়ি                                                    জেলা সরকারি গণগ্রন্থাগার

                                                             ময়মনসিংহ।

                                                            www.publiclibrary.mymensingh.gov.bd

 

নং-জেসগগ্র/ময়মন/প্রতি./৯৬/২০১৮/                                                                                             তারিখ: ১৫.০৭.২০১৮

­­

 

বিষয়: জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।

 

জাতীয় শোক দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহে নিমেণাক্ত বিষয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আপনার দপ্তর / শিক্ষা প্রতিষ্ঠানে আগ্রহী সকলকে গ্রম্নপ ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহ প্রদান ও সরকারি সিদ্ধামত্ম বাসত্মবায়নে সহযোগিতাসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ক) রচনা প্রতিযোগিতা:

 

ক্র.নং

গ্রুপ

শ্রেণি

রচনা প্রতিযোগিতার বিষয়

শব্দসীমা

রচনা প্রতিযোগিতা বিষয়ে জ্ঞাতব্য :

পঞ্চম-অষ্টম

শিশুদের প্রিয় বঙ্গবন্ধু

১০০০

 রচনা আগামী ১৪.০৮.২০১৮ তারিখের

মধ্যে জেলা সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহে  জমা দিতে হবে।

         

নবম-দ্বাদশ

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন

১২০০

সণাতক-সণাতকোত্তর

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

১৫০০

সর্বসাধারণ

বঙ্গবন্ধু পরিবার ও বাংলাদেশের স্বাধীনতা

১৮০০

 

খ) চিত্রাংকণ প্রতিযোগিতা:

ক্র.নং

গ্রুপ

বয়সসীমা

চিত্রাংকণ প্রতিযোগিতার বিষয়

চিত্রাংকন প্রতিযোগিতা বিষয়ে জ্ঞাতব্য:

০১

অনূর্ধ-৭ বছর

আমাদের প্রিয় বঙ্গবন্ধু

চিত্রাংকন প্রতিযোগিতা আগামী ১৪.০৮.২০১৮ তারিখে  বিকাল-

৩.০০টায় জেলা সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

০২

অনূর্ধ-১২ বছর

১৫ আগস্টের বিভীষিকাময় রাত

 

রচনার শর্তাবলী:

 

১. রচনা  A4 আকারের সাদা কাগজে স্বহসেত্ম প্রতি পাতার একদিকে লিখতে হবে। উভয় পৃষ্ঠায় লেখা যাবে না।

২. ছাত্রছাত্রীদের রচনা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য প্রতিযোগীর রচনা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা প্রথম শ্রেণির কর্মকর্তা

    কর্তৃক প্রত্যয়নসহ জমা দিতে হবে।

৩. রচনায় অবশ্যই জমাদানকারীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উলেস্নখ করতে হবে।

৪. রচনার শব্দসংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।

 

 

চিত্রাংকনের শর্তাবলী:

১. চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুক প্রত্যেক প্রতিযোগীকে আগামী-১৩.০৮.২০১৮ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

২. বয়স প্রমাণের জন্য জন্ম সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৩. কাগজ/আর্ট পেপার ব্যতীত অন্যান্য উপকরণ নিজ দায়িত্বে সঙ্গে আনতে হবে।                    স্বাক্ষরিত/ ১৫.০৭.২০১৮

(মোঃ সালাহ্উদ্দীন)

লাইব্রেরিয়ান

জেলা সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহ

ফোন ০৯১৬৬৮২৬

প্রাপক

        অধ্যক্ষ / প্রধান শিক্ষক

         ............................

         ময়মনসিংহ।

 

নং-জেসগগ্র/ময়মন/প্রতি./৯৬/২০১৮/                                                                                             তারিখ: ১৫.০৭.২০১৮

 

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো:

১. মহাপরিচালক, গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা।

২. জেলা প্রশাসক, ময়মনসিংহ।

৩. উপজেলা নির্বাহী অফিসার (সকল)...............................................................ময়মনসিংহ।

৪. জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ।

৫. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ।

৬. জেলা তথ্য অফিসার, ময়মনসিংহ।

৭. জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ময়মনসিংহ।

৮. সম্পাদক (সকল)...........................................ময়মনসিংহ।

৯. জনাব, ...........................................................................................ময়মনসিংহ।

১০.অফিস কপি।                                                                                          স্বাক্ষরিত/ ১৫.০৭.২০১৮

লাইব্রেরিয়ান

জেলা সরকারি গণগ্রন্থাগার

ময়মনসিংহৃ

                                           

প্রকাশের তারিখ
15/07/2018
আর্কাইভ তারিখ
19/09/2018